কুসিক নির্বাচন : আওয়ামীলীগে শেষ সময়ে এসে বিদ্রোহী প্রার্থীর দেখা মিলল: মনোনয়ন জমা দিলেন রিফাত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

স্টাফ রিপোর্টার ।। গত ১৩ মে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ দলীয় একক প্রার্থী হিসেবে নাম ঘোষনা করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে। এর পর থেকে আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের সময় শেষ হওয়ার কিছু সময় আগ পর্যন্ত রিফাতই ছিল আওয়ামীলীগের একক মেয়র প্রার্থী। কিন্তু আজ একেবারে শেষ সময়ে এসে মনোনয়নপত্র জমা দিয়ে চমক সৃষ্টি করেন কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও আওয়ামীলীগ নেতা মাসুদ পারভেজ খান ইমান। এখন আওয়ামীলীগ প্রার্থীর পাশে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর দেখা মিলল।
মঙ্গলবার বিকাল ৪ টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী কাছে প্রতিনিধিদের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন কুমিল্লার বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত অধ্যক্ষ আফজল খানের জেষ্ঠ্যপুত্র ও সাংসদ আঞ্জুম সুলতানা সীমার ছোট ভাই বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি।
মনোনয়নপত্র জমা দিয়ে ইমরান খানের প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, আমাদের নেতা-কর্মীদের চাপে ইমরান খান নির্বাচনে অংশগ্রহন করছেন। আশা করি তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন।
আওয়ামী লীগের প্রার্থী রিফাত মনোনয়নপত্র জমা :
মঙ্গলবার (১৭ মে) দুপুরে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে এ মনোনয়ন জমা দেন তিনি।এ সময় তাঁর সাথে ছিলেন কুমিল্লা বারের সাবেক সভাপতি, এডভোকেট জহিরুল ইসলাম সেলিম,মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর,সাংগাঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু,যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল,সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর প্রার্থী হাবিবুর আল আমিন সাদী,কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, এলজিআরডিমন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন সহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ, বিএনপি দলীয় স্বতন্ত্র দুই প্রার্থী মনিরুল হক সাক্কু, নিজাম উদ্দিন কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কামরুল আসহান বাবুলসহ ৬জন মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।