কুসিক নির্বাচন : হিজড়া ভোটার মাত্র ১ জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি কর্পোরেশনের ( কুসিক) নির্বাচনে মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৬৩০ জন। এর মধ্যে হিজড়া ভোটার রয়েছে মাত্র একজন । কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী রোববার এ কথা নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন কুমিল্লা জেলা সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৩২ হাজার ৬৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৪৮৮ জন আর মহিলা ভোটার ১ লাখ ১৮ হাজার ১৪২ জন। এর মধ্যে হিজড়া ভোটার ১ জন।

কুসিকে মোট ১০৩টি কেন্দ্রে ৬৬৫টি বুথ কক্ষ রয়েছে। তবে কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী জানান , এই সংখ্যাটি কম বেশী হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই আমাদের হাতে ফাইনাল তালিকাটি আসবে।

রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী একমাত্র হিজড়া ভোটারের পরিচয় দিয়ে জানান, তার নাম মোসাম্মত রিতা আক্তার। পিতা শাহ আলম , মাতা সেলিনা বেগম। কুমিল্লা নগরীর ১৮৫/২৪৭, সংরাইশ এলাকায় তার বাড়ি। ১৯৯১ সালের ১ জানুয়ারি এই হিজড়া ভোটার জন্ম গ্রহন করেন। পেশা হিসেবে রিতা আক্তার গৃহিনী বলে ইসি সূত্র জানা গেছে।