‘কৃষির প্রতি বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রীরও দরদ রয়েছে’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

স্টাফ রিপোর্টার ।। বিএডিসি চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু দেশের প্রথম বাজেট দিয়েছিলেন ৭৮৬কোটি টাকা। সেখান থেকে তিনি ১০১ কোটি টাকা কৃষির জন্য বরাদ্দ দিয়েছেন। কৃষির প্রতি সেই দরদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অব্যাহত রেখেছেন। এর ধারাবাহিকতায় আজ উদ্বোধন করলাম কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নির্মিত দেবিদ্বার ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার। শুক্রবার কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত দেবিদ্বার ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা (ক্ষুদ্রসেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় কুমিল্লা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ, বিভিন্ন জোন দপ্তরের সহকারী প্রকৌশলী, ইউনিট দপ্তরের উপসহকারী প্রকৌশলীরাসহ বিএডিসি’র কুমিল্লা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএডিসি চেয়ারম্যান বিএডিসি’র প্রকৃত সেবা কৃষক পর্যায়ে পৌঁছে দিতে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নতুন ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার নির্মাণের ফলে দেবিদ্বার উপজেলায় কৃষক সেবার নতুন দ্বার উন্মোচিত হলো।
বিএডিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, ৯৬.২২ লক্ষ টাকা কার্যাদেশ মূল্যে দেবিদ্বার উপজেলা সদরে দুই তলা বিশিষ্ট ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টারটি নির্মাণ করা হয়েছে। এটি বিএডিসির উপসহকারী প্রকৌশলী দেবিদ্বার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। অফিস ভবনটি নির্মাণের ফলে দেবিদ্বার উপজেলার কৃষকরা সহজে সরকারের সেচ সংক্রান্ত সুবিধা ভোগ করতে পারবেন।