কৃষ্ণচূড়ার লাল রঙে বর্ণিল হয়ে উঠছে কুমিল্লা উত্তরের মেঠোপথ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

কৃষ্ণচূড়া গাছের লাল আর বিভিন্ন রঙের ফুলে বর্ণিল হয়ে উঠেছে দাউদকান্দি,তিতাস তথা কুমিল্লা উত্তরের মেঠো পথঘাট। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ, গৌরীপুরও উপজেলা সদরসহ তার আশেপাশের এলাকায় শতাধিকের উপর কৃষ্ণচূড়া গাছের লাল রঙে যেন অপরূপ দৃশ্য। এ গাছগুলোর দৃশ্য সহজেই নজর কাড়ছে পথচারীদের। শুধু এখানে নয় উপজেলার বিভিন্ন গ্রামগুলোতে দেখা মিলছে কৃষ্ণচূড়ার রূপের বাহার।
উপজেলা কৃষি অফিসার শেখ বিপ্লব বলেন, দাউদকান্দি বাজারের পোষ্ট অফিসের সামনে বিশাল আকৃতির কৃষ্ণচূড়া গাছগুলোর দিকে তাকালে বিশ^াস করতে হয় আসলে আমরা প্রকৃতির কাছে দায়বদ্ধ। প্রকৃতির সৌন্দর্যবর্ধক এই কৃষ্ণচূড়া গাছ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, না হলে যান্ত্রিকতার ভিড়ে এক সময় খর্ব হবে প্রকৃতির ভারসাম্য। মহাসড়কের ইলিয়টগঞ্জ ও গৌরীপুরের শতাধিক গাছের কৃষ্ণচূড়া গাছের লাল ফুলের রঙে রঙিণ হয়েছে এ এলাকা। অনেকে গাড়ি থামিয়ে কেউবা মটর বাইক থামিয়ে কৃষ্ণচূড়া গাছের সাথে ফটোসেশন করছেন, কেউবা খানিকটা বিশ্রাম নিচ্ছেন। কি অপরূপ দৃশ্য! দেখতে যেন মন ভুলে যায়।