চাঁদপুর শহরের মমিনপাড়ায় পাঁচতলা ভবন থেকে ছিটকে পড়ে মোস্তফা কামাল (৫৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে।
চাঁদপুর শহরের মমিনপাড়ায় পাঁচতলা ভবন থেকে ছিটকে পড়ে মোস্তফা কামাল (৫৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে।
নির্মাণ শ্রমিক মোস্তফা কামাল শহরের জামতলা এলাকার ভুঁইয়া বাড়ির বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
তার ভাতিজা ছোবহান ও ছেলে বোরহান উদ্দিন জানান, ঘটনার পরপর তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নেয়া হয়। দুই সপ্তাহ ধরে নির্মাণ শ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করতেন তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, মুমূর্ষু অবস্থায় মোস্তফাকে হাসপাতালে আনা হয়। পরে তাকে কেবিনে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।