চাঁদপুর পৌর এলাকায় অভিযান, ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি।।
প্রকাশ: ২ মাস আগে

বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে শহরের উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, আদায়কারী এমদাদ হোসেন মিলন, সহকারী এসও মো. শাহরিয়ার, ভাণ্ডার ফয়সাল আহম্মেদ, সার্ভেয়ার শেখ মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, চাঁদপুর পৌরসভায় যত অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বিপণিবাগ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজকে উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। কুমিল্লা রোড প্রশস্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।