চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ৯০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

চৌদ্দগ্রাম  প্রতিনিধি ।।
প্রকাশ: ৮ মাস আগে

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডে ৯০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। শনিবার রাতে বাজারের ওহাব মার্কেটে এ ঘটনা ঘটে। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই মার্কেটের রাফা পর্দা গ্যালারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ভুঁইয়া ফার্মেসী, পপুলার মেডিকেল হল, নয়ন মাইক, ফালগুনী মেডিকেল হলসহ ৬টি দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফালগুনী মেডিকেল হলের প্রোপ্রাইটর ডাঃ বাহাউদ্দিন রোমন বলেন, ‘শনিবার গভীর রাতে দোকানে আগুন লাগার খবর শুনে বাড়িতে থেকে দ্রুত ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ¦লছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু মুহুর্তের মধ্যেই দোকানে থাকা প্রায় ১৭ লক্ষ টাকার ওষুধ পুড়ে ছাই হয়ে যায়থ।
পপুলার মেডিকেল হলের প্রোপ্রাইটর রাকিব হোসেন বলেন, ‘অনেক ধার দেনা করে ওষুধ দোকানটি দিয়েছি। শনিবার রাতের অগ্নিকান্ডে আমার স্বপ্নপুড়ে ছাই হয়েছেথ।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনে পাশের অন্যান্য দোকানগুলোকে রক্ষা করা হয়থ।