চৌদ্দগ্রামে বিদেশী মদকসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশী মদসহ শহীদুল ইসলাম শহীদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। আটককৃত শহীদুল ইসলাম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুলিয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে বলে জানিয়েছে র‌্যাব-১১।
এ বিষয়ে র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শহীদুল ইসলামকে ৪৬ বোতল বিদেশী মদসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে’।