চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় আটকৃত ৫ জনের মধ্যে ৪ জনের জামিন

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৫ জনকে আটক করে পুলিশ, মঙ্গলবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে।বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) পুলিশের আটককরা ৫ জনের মধ্যে ৪ জনকে জামিন দিয়েছে কুমিল্লার আদালত। রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা কোর্টের পরিদর্শক মজিবুর রহমান।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এটি এম আক্তারুজ্জামান জানান মঙ্গলবার ভিডিও ফুটেজ দেখে (২৪ ডিসেম্বর) ৫৪ ধারায় গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে শুধুমাত্র ইসমাইল মজুমদারকে এ মামলায় এজহারভুক্ত করায়, গ্রেফতার দেখানোর জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন করেছি, বাকি চারজনের মধো বাদী দুইজনকে সাক্ষী দিসে মামলার এজহারে, আটককৃত বাকী ৪ জনকে জামিন দিতে আমাদের কোন আপত্তি ছিলো না।

প্রসঙ্গ রোববার ( ২২ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রামের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে তাঁকে লাঞ্ছিত করেছে একদল দুর্বৃত্ত। ওই বীর মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে তাঁরা।১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশ মোতাবেক ভিডিও ফুটেজ দেখে ৫ জনকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারে ২৫ লাখ টাকার চাঁদা ও ১শ কোটি টাকার মামলায় প্রধান আসামী করা হয়েছে জামায়াত থেকে বহিস্কৃত আবুল হাসেম কে।মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু স্বাক্ষরিত অভিযোগটি ফেনীর বাসা থেকে চৌদ্দগ্রামের কয়েকজন মুক্তিযোদ্ধার মাধ্যমে থানায় প্রেরণ করার পর মামলাটি রেকর্ড করা হয়।