কলেজ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান করা হয় আবু ইউসুফকে। এর আগে ঢাকা কলেজে থাকাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের খিচুড়ি খাইয়ে আলোচনায় আসেন তিনি। এছাড়া অপহরণ মামলার আসামি ছাত্রলীগ নেতা জেল থেকে মুক্তির পর তাকে ফুল দিয়ে বরণ করে তিনি গণমাধ্যমের খবরে আসেন।
শিক্ষার্থীরা জানান, ছাত্রজনতার আন্দোলনে যখন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের হল বন্ধ, তখন আবু ইউসুফ ছাত্রলীগ নেতাদের হলে থাকার ও খাবারের ব্যবস্থা করেন। যে কারণে তার পদায়নের পর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ করে আসছে। এতদিন তিনি কলেজে লুকিয়ে এসে শুধু দেখা করে যেতেন। বৃহস্পতিবার বাংলা বিভাগের মাস্টার্সের একটি অনুষ্ঠানে তাকে দাওয়াত করেন শিক্ষকরা। অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলেজের পরীক্ষা ভবনে আসেন। তখন উপস্থিত শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায়, করে প্রতিবাদী মার্চ কর্মসূচি। একপর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল থেকে চলে যান।