কুমিল্লা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক ও কুমিল্লা উত্তরের সভাপতি শায়খুল হাদীস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী বলেছেন, ইলম, আমল ও ঐক্যের শক্তিকে আরও সুদৃঢ় করতে হবে।
যুগ যুগ ধরে এই অনন্য তিনটি গুণাবলীর মহিমায় উলামায়ে ক্বেরাম আদর্শের উজ্জ্বল নজির স্থাপন করে গিয়েছেন। ইলমে দ্বীনের রাজ্যে আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। আমল আখলাক, চলাফেরা, ওঠা বসা, লেনদেন তথা চারিত্রিক মাধুর্য্য দিয়ে জাতিকে আলোর দিকে ডাকতে হবে।
সোমবার (১৭ মার্চ) কুমিল্লা নগরীর হোটেল গ্রান্ড ক্যাসেল এন্ড রেস্টুরেন্টে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগর ও জেলার আয়োজিত মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক ও দায়িত্বশীলদে সাথে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা মোসাদ্দিকুর রহমান আশরাফীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা খলিলুর রহমান জাফরী।সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা ওমর ফারুক সুলতানী।