জিম-আফ্রো টি১০ লিগে বুলাওয়ো দল বাছাই করেছে বাংলাদেশি টাইগার বিজয় কে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে
বাংলাদেশি উইকেট কিপার ব্যাটার এনামুল হক বিজয়

রিশাদ হোসেনের পর এবার জিম-আফ্রো টি১০ লিগে দল পেয়েছেন এনামুল হক বিজয়। টাইগার ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বুলাওয়ো ব্রেভস জাগুয়ার্স।

আগামী আসরের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে রিশাদকে সরাসরি দলে নিয়েছিল হারাবে বোল্টস। কিন্তু বিজয়কে নেওয়া হয়েছে ভিন্ন কৌশলে। বুলাওয়ো উইকেটরক্ষক এই ব্যাটারকে দলে নিয়েছে প্লেয়ার্স-ড্রাফটের মাধ্যমে।

গত মৌসুমে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছিল বুলাওয়ো। এবার বিজয়কে দলে নেওয়ার মাধ্যমে বাংলাদেশিদের সমর্থনও বাড়িয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশ জাতীয় দলে বিজয়ের জায়গা একেবারে নড়বড়ে। দুই এক ম্যাচ সুযোগ দিয়ে ফের তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। ভক্তরা বিজয়কে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি তুললেও তাতে সায় দেয়নি বিসিবি। যে কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে বিজয়।