‘জীবনানন্দ দাশের প্লেজারিজম নিয়ে আলোচনা হয় না’

সুফিয়ান রাসেল ।।
প্রকাশ: ১ বছর আগে

জীবনানন্দ দাশের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) কুমিল্লা কালেক্টরি স্কুল এন্ড কলেজে এ আয়োজন করা হয়। একাডেমির সভাপতি ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মবার্ষিকীতে তার সাহিত্য চর্চা ও জীবনী বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারের মূখ্য আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান। জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য বিষয়ে আলোচনা করেন দৈনিক ডাক প্রতিদিন সম্পাদক অধ্যক্ষ সফিকুর রহমান, একাডেমির সাধারণ সম্পাদক কবি অধ্যক্ষ নার্গিস আক্তার, আবৃত্তিশিল্পী বদরুল হুদা জেনু, গল্পকার আহাম্মেদ কবীর প্রমুখ। কবিতা পাঠ করেন কবি খায়রুল আহসান মানিক, অধ্যাপক মেহেরুন্নেছা, নূর জাহান আক্তার, অধ্যক্ষ বিধান চন্দ্র, জামাল উদ্দিন দামাল,  সফিকুল বোরহান, নূর আলম মিয়াজী, তাহমিনা আক্তার প্রমুখ। গান পরিবেশন করেন রাহেলা আক্তার জ্যাতি।
সেমিনারে বক্তারা বলেন, জীবনানন্দ দাশ কবি তবে তার প্রবন্ধ-নিবন্ধ রচনা উপন্যাস, ছোটগল্প রচনা করেছিলেন। আলোচনার শেষ পর্বে
গল্পকার আহাম্মেদ কবীর বলেন, জীবনানন্দ দাশের প্লেজারিজম নিয়ে আলোচনা হয় না। এটাও জীবনের অংশ। সাহিত্যের অংশ। আমরা ইতিহাসকে ভুলে গেলে চলবে না।
প্রসঙ্গত, জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ সালে বরিশালে জন্ম গ্রহণ করেন। তিনি ২২ অক্টোবর, ১৯৫৪ মৃত্যুবরণ করেন।