ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

সেতুতে উল্টে গেছে ট্রাক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

মেঘনা সেতুতে পণ্যবাহী ট্রাক উল্টে যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকামুখী লেনে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যানবাহন। এতে যানজটের সৃষ্টি হওয়ায় চালক ও যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে মেঘনা সেতুর উপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে সেতুর ঢাকামুখী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে মহাসড়কটির গজারিয়া অংশের আট কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বিঘ্নিত হয়।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার সকালে মহাসড়কের মেঘনা সেতুতে সুতা বোঝাই একটি ট্রাক উল্টে যায়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত সরানো যাচ্ছে না। এতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, রেকার দিয়ে ট্রাকটি সড়কের একপাশে চাপিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া একলেন দিয়ে যানবাহন চলাচল করছে। আশা করা হচ্ছে, দুপুরের মধ্যে ট্রাকটি সরিয়ে সমস্যা নিরসন করা সম্ভব হবে।