কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মহাসড়কের পাশের কাঁচাবাজার, চায়ের দোকান, খাবারের দোকান, হোটেল, , ফলের দোকানসহ শতাধিক স্থাপনা এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের নেতৃত্বে শনিবার (২২ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পযন্ত অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সেনাবাহিনী, চৌদ্দগ্রাম থানা-পুলিশ, উপজেলা, পৌরসভা সহ অন্যান্য দপ্তরের লোকজন সহায়তা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল ইসলাম, মিয়া বাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
জানা গেছে,দীর্ঘদিন থেকে মহাসড়কের উভয়পাশে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় কিছু অসাধু ব্যবসায়ি। এরই ধারাবাহিকতায় মহাসড়কের যানজট নিরসনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ফুটপাত দখল মুক্ত করা হয়। সোনালী ব্যাংক থেকে শুরু করে চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয় পর্যন্ত সড়কের দুইপাশে অবস্থিত সকল অবৈধ ফুটপাত ও দোকান উচ্ছেদ করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন বলেন, ঈদুল ফিতরের মহাসড়কের যানজটমুক্ত রাখতে পৌর এলাকার চৌদ্দগ্রাম বাজার অংশে অবৈধ দুইশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের আগে আমরা একটি পরিপত্র জারি করেছি এবং দখল দারদেরকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছিল। এরপরেও তারা সরে না যাওয়াতে আজকে এই অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলে অবৈধ দখলের কারনে মহাসড়কের ঢাকা লেনটিতে প্রায় সময় যানজট লেগে থাকে। অবৈধ স্থাপনা উচ্ছেদের কারনে এখন আর যানজট থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।