পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবুল কালাম আজাদ শুক্রবার তার কর্মস্থল মেঘনা উপজেলা থেকে গৌরীপুর-হোমনা সড়ক দিয়ে নিজের মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি দেবিদ্বার যাচ্ছিল। তার মোটরসাইলটি তিতাস উপজেলা উত্তর আকালিয়া এলাকায় পৌঁছলে দাউদকান্দি থেকে হোমনাগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আবুল কালাম মোটরসাইকেল থেকে ছিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিতাস থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) লিটন চাকামা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতাল করে থানায় নিয়ে আসেন।