তিতাসে ১০কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তিতাস প্রতিনিধি।।
প্রকাশ: ৭ মাস আগে

কুমিল্লার তিতাসে ১০কেজি গাজাঁসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
শুক্রবার রাত সাড়ে তিনটায় উপজেলা খানেবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া কষবা উপজেলা আড়াইবাড়ি গ্রামের আলমগীর মিয়ার ছেলে পারভেজ (২২) একই গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে ইউসুফ (২৬)।
জানাযায়, আটককৃত দুই মাদক ব্যাবসায়ী একটি কালো ট্রাভেল ব্যাগে সাথে নিয়ে কষবা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় তিতাস উপজেলা খানেবাড়ি নামক স্থানে বেড়িবাঁধ পাহারা দিচ্ছিলেন স্থানীয়রা । এ সময় ওই দুই মাদক ব্যাবসায়ী খানেবাড়ি নামক স্থানে পৌঁছালে তাদের চালচলন সন্দেহজনক হলে, কয়েকজন পাহাদার তাদের হাতে বহনকারী ব্যাগটি চেক করে ব্যাগ ভর্তি গাজাঁ দেখতে পেয়ে তাদের আটক করে তিতাস থানায় সোপর্দ করেন।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান,আমরা আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করব।