দুদিন পর হতে পারে ঝড়-বৃষ্টি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

আগামী দুই দিন পর দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আপাতত দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে পাবনার ঈশ্বরদীতে ৪ ও রাজশাহীতে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার।

রোববার (১২ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী দুই দিন পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ডে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।