নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

সোমবার (৩ এপ্রিল) রাতে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার খৈয়াছড়া এলাকার মজিবুল হকের ছেলে মোঃ সেলিম উদ্দিন (৩০), লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরজগবন্ধু এলাকার মৃত আবদুল শহীদের ছেলে নুর মোহাম্মদ রানা (৪০), গাইবান্ধা জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার আব্দুস সামাদের ছেলে মোঃ আনারুল ইসলাম প্রঃ কাঞ্চিয়া (২৫), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুছাখালী এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ নুর উদ্দিন (২৪), নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বাংলাবাজার মুছাপুর এলাকার মোঃ সোহেল মিয়ার ছেলে মোঃ বাদশাহ (১৯)।

পুলিশ সুপার বলেন, নাঙ্গলকোট থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কিছু অস্ত্রধারী ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র সহ নাঙ্গলকোট থানার ঢালুয়া ইউপির তেজের বাজারের পাকা রাস্তার উপর একটি পিকআপ গাড়িসহকারে অবস্থান করছে। খবর পেয়ে এসআই কামাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঐ স্থানে পৌঁছা মাত্রই অস্ত্রধারী ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। এসময়, পুলিশ ফোর্স ঐ পিকআপ গাড়িটির পিছু ধাওয়া করে গতিরোধ করে ৫ জনকে আটক করে। এসময়, আসামীদের সহযোগী ২/৩ জন পিকাপ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

এসময় আসামীদের কাছ থেকে, ২টি প্লাষ্টিকের বাটযুক্ত চাইনিজ কুড়াল, ১ টি কাঠের বাটযুক্ত স্টিলের চাপাতি, ১টি কাঠের বাটযুক্ত স্টিলের ছোড়া, ১টি প্লাষ্টিকের বাটযুক্ত লোহার কাটার, ১টি লোহার পাইপ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপও উদ্ধার করে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, সহ আরো অনেকে।