নাঙ্গলকোটে ৪র্থ দফায় টিসিবির পণ্য বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নাঙ্গলকোট প্রতিনিধি : প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে ৪র্থ দফায় এক কোটি পরিবারের কাছে কমদামে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কপোর্রেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর আগে রমজানের পূর্বে ও রমজানের মধ্যে এবং কোরবানীর পূর্বে তিন দফায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়। ৪র্থ দফায় রবিবার সারাদেশের ন্যায় কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাল ২ কেজি পেয়াজ ও ১ কেজি চিনি বিক্রির মাধ্যমে উক্ত কার্যক্রম শুরু করা হয়েছে। রায়কোট দক্ষিণ ইউনিয়নে মোট ১ হাজার ৩৩ জনের মাঝে ডিলারের  মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  উক্ত পণ্য বিক্রয় করা হবে। টিসিবি পণ্য বিক্রি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ, টিসিবি ডিলার ওবায়দুল হক, ও এলকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।