নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীসহ চারজনের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীসহ চারজনের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

আহতরা হলেন- হেসাখাল ইউপির পাটোয়ার কাজিবাড়ির নাছির উদ্দিনের ছেলে কাজি আশিক (১৬), কাজি মানিক মিয়ার ছেলে কাজি মেহেদী (২১) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের সহকারী জাকির ও সুজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সালাউদ্দিন আজগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে কয়েকজন যুবক অতর্কিতভাবে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা দুই রোগীর ওপর হামলা ও মারধর করে টেনেহিঁচড়ে বাহিরে নিয়ে যায়। তাদের বাধা দিলে আমার দুই সহকারীকেও মারধর করে তারা। বিষয়টি সঙ্গে সঙ্গে নাঙ্গলকোট থানার ওসিকে জানানো হয়েছে। হাসপাতালে এসে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই।

সরেজমিন জানা যায়, পাটোয়ার কাজিবাড়ির ফরিদ ও জুলফিকারের সহযোগীরা পুকুর থেকে মাটি বিক্রি করে ওই মাটি আনিছ মিয়ার পথ দিয়ে নিয়ে যাওয়ায় তিনি বাধা দেন। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। এর জের ধরে হাসপাতালে এসে হামলার ঘটনা পুনরায় ঘটে।

এসআই ওবায়দুল হক জানান, এ ঘটনায় পাটোয়ার কাজিবাড়ির আবু ইউসুফের ছেলে শাকিল নামে এক যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button