উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সালাউদ্দিন আজগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে কয়েকজন যুবক অতর্কিতভাবে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা দুই রোগীর ওপর হামলা ও মারধর করে টেনেহিঁচড়ে বাহিরে নিয়ে যায়। তাদের বাধা দিলে আমার দুই সহকারীকেও মারধর করে তারা। বিষয়টি সঙ্গে সঙ্গে নাঙ্গলকোট থানার ওসিকে জানানো হয়েছে। হাসপাতালে এসে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই।
সরেজমিন জানা যায়, পাটোয়ার কাজিবাড়ির ফরিদ ও জুলফিকারের সহযোগীরা পুকুর থেকে মাটি বিক্রি করে ওই মাটি আনিছ মিয়ার পথ দিয়ে নিয়ে যাওয়ায় তিনি বাধা দেন। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। এর জের ধরে হাসপাতালে এসে হামলার ঘটনা পুনরায় ঘটে।
এসআই ওবায়দুল হক জানান, এ ঘটনায় পাটোয়ার কাজিবাড়ির আবু ইউসুফের ছেলে শাকিল নামে এক যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।