নোয়াখালীতে সংঘর্ষ থামাতে গিয়ে ইউপি সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহ আলম (৬০) নামে এক ইউপি সদস্যের (মেম্বার) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে চরপার্বতী ৯নং ওয়ার্ডের চরপূর্বানী কাজী হানিফ সেতুর নিকট এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহ আলম চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয়রা জানান, ছোটফেনী নদীর চরপূর্বানী কাজী হানিফ সেতুতে আগে ওঠা নিয়ে স্থানীয় ফাহাদ ও শাহ আলম মেম্বারের ছেলে ফারুকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে শাহআলম ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন সোহাগ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সেতুর কাছে ছেলের সঙ্গে আরেকটি ছেলের সংঘর্ষ থামাতে গিয়ে বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যান শাহ আলম। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হৃদরোগে মৃত্যুর বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।