নৌকায় সিল মারতে গিয়ে প্রত্যাহার হলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা

কুমিল্লা-৪ দেবিদ্বার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

কুমিল্লার দেবিদ্বারের আসনের একটি কেন্দ্রে জোর করে নৌকার প্রতীকে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৬ নম্বর বুথে গিয়ে ভোটাররা দেখেন আগে থেকেই ব্যালটে নৌকার সিল মারা হয়ে গেছে। পরে তা প্রিসাইডিং কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে সেখানে যান সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ দায়িত্বরত ম্যাজিস্ট্রেটরা। পরে ওই ব্যালট বাক্স ও ব্যালট বই সরানো হয়।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রব বলেন, ‘ওই ব্যালট বই এবং ব্যালট বাক্সটি সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘সিলমারা ব্যালটগুলো বাতিল করা হয়েছে। আমরা সতর্ক আছি।’