বাংলা নববর্ষ উপলক্ষে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জেন-জি ৩৫০০ আয়োজন করে এক বর্ণাঢ্য বৈশাখী র্যালির। সোমবার (১৪ এপ্রিল) সকালে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের কেন্দ্রস্থল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিম করেন। এসময়, র্যালিতে অংশ নেন সংগঠনের সদস্যরা। তারা সবাই ঐতিহ্যবাহী পোশাকে সেজে বৈশাখী আনন্দে মেতে ওঠেন।
পরে, র্যালি শেষে আয়োজন করা হয় দেশীয় খাবার পান্তা-ইলিশ, মাছ ভাজি, ও নানা ধরনের ভর্তার এক ভোজনপর্ব। গোমতীর পাড়ে প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ ভোজে অংশগ্রহণকারীরা পহেলা বৈশাখের পূর্ণতা অনুভব করেন।
সংগঠনের পরিচালক কাউসার হোসেন বলেন,
“জেন-জি ৩৫০০ সবসময়ই চায় সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সাম্যবোধের প্রতীক। আমরা চাই নতুন প্রজন্ম যেন এই মূল্যবোধগুলো ধারণ করে বড় হয়। আজকের আয়োজন ছিল সেই উদ্দেশ্যকে সামনে রেখেই। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।”
উল্লেখ্য, জেন-জি ৩৫০০ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। তাদের উদ্যোগে এলাকার তরুণরা সমাজসেবামূলক কাজে এগিয়ে আসছে এবং নতুন এক ইতিবাচক তরুণ সমাজ গড়ে উঠছে।