সিরাজগঞ্জের কাজীপুরে নয়ন সরকার নামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে তারা যখন ঘুমাচ্ছিলেন, তখন বাইরে থেকে তালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। নয়ন সরকার ও তার পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তা প্রাণে বেঁচে গেলেও পুড়ে ভস্মীভূত হয়েছে ঘরের সব জিনিসপত্র।
“ঘরের দরজার বাইরে থেকে তালা দেওয়ায় আমরা বের হতে পারছিলাম না। পরে আগুনের উত্তাপে আমি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাদের রক্ষা করে। তবে বাড়ির সব কিছুই পুড়ে ছাঁই হয়ে গেছে,” বলেন তিনি। নয়ন সরকারের দাবি, আগুনে তার প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রতিবেশী আরিফ সরকার বলেন, “শিবলু রেজা বাবু একজন মাদক ব্যবসায়ী। তার কাজে বিভিন্ন সময় বাধা দেওয়ায় শত্রুতা করে তিনি নয়ন সরকারের বাড়িতে আগুন দিয়েছেন বলে আমাদের ধারণা। এই ঘটনায় তার সঠিক বিচার চাই।”
কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে ওই বাড়ির দুটি ঘরসহ সব কিছুই পুড়ে গেছে।
কাজীপুর থানার ওসি নূরে আলম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দেবে বলে জানিয়েছে। অভিযোগটি পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।