পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে ঘরে ঘুমন্ত বিএনপি কর্মীর ঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি  ||
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সিরাজগঞ্জের কাজীপুরে নয়ন সরকার নামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে তারা যখন ঘুমাচ্ছিলেন, তখন বাইরে থেকে তালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। নয়ন সরকার ও তার পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তা প্রাণে বেঁচে গেলেও পুড়ে ভস্মীভূত হয়েছে ঘরের সব জিনিসপত্র।

নয়ন সরকার বলেছেন, “পরিবার ও পরিজন নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে মাদক ব্যবসায়ী শিবলু রেজা বাবু আমার পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে ঘরের বাইরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়।”

প্রতিবেশী আরিফ সরকার বলেন, “শিবলু রেজা বাবু একজন মাদক ব্যবসায়ী। তার কাজে বিভিন্ন সময় বাধা দেওয়ায় শত্রুতা করে তিনি নয়ন সরকারের বাড়িতে আগুন দিয়েছেন বলে আমাদের ধারণা। এই ঘটনায় তার সঠিক বিচার চাই।”

কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে ওই বাড়ির দুটি ঘরসহ সব কিছুই পুড়ে গেছে।