ফেনীতে দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে ফালাহিয়া মাদরাসা

ফেনী প্রতিনিধি ।।
প্রকাশ: ১ বছর আগে

দাখিল পরীক্ষায় ফলাফলে এবারো সর্বোচ্চ জিপিএ ৫ ও পাসের হারের দিক দিয়ে জেলায় শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অক্ষুণ্ণ রেখেছে ঐতিহ্যবাহী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা। এখান থেকে সর্বাধিক ২৪৮ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১১৭ জন। পাসের হার ৯৭ দশমিক ১৭।

এছাড়া ফেনী কামিল মাদরাসা থেকে ১৬৫ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৪০ জন। পাসের হার ৯২ দশমিক ১২। তৈয়বিয়া নূরিয়া দাখিল মাদরাসা থেকে ৪২ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে চারজন। পাসের হার ৯৫ দশমিক ২৩।

গোবিন্দপুর ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসায় ৮৩ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে দুইজন। পাসের হার ৯৩ দশমিক ৯৭। বিরিঞ্চি সুফিয়া নূরিয়া দাখিল মাদরাসা থেকে ১৫৬ শিক্ষার্থী অংশ নিয়ে পাসের হার ৭৫ শতাংশ। কেউ জিপিএ ৫ পায়নি।

ছনুয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ৭০ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৮৭ দশমিক ১৪। কাজিরবাগ মজিদ মিয়ার বাজার দাখিল মাদরাসায় ৭৬ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে দুইজন। পাসের হার ৮৮ দশমিক ১৫।

আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ মজুমদার বলেন, সবার আন্তরিক প্রচেষ্টা ও মহান আল্লাহর মেহেরবানিতে এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।