কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের অনাদায়ী ঋণ ৩,০১৪ কোটি ৭৮ লক্ষ টাকা

অর্থ বছর -২০২১-২০২২
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

# ঋণ বিতরণ করেছে ১,১৯২ কোটি ৪৬ লক্ষ টাকা
# গেল অর্থ বছরের তুলনায় ৬৭ কোটি ১ লক্ষা টাকা বিতরণ বেশী
# আমানত রয়েছে ৪,৫৪২ কোটি ২৬ লক্ষ টাকা
# মোট হিসাব সংখ্যা ১৩ , ২৭,৬৮১ টি

শাহাজাদা এমরান।।

বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয় ২০২১-২০২২ অর্থ বছরে ঋণ বিতরণ করেছে ১ হাজার ১৯২ কোটি ৪৬ লক্ষ টাকা। আর এ সময়ে তাদের অনাদায়ী ঋণ রয়েছে ৩ হাজার ১৪ কোটি ৭৮ লক্ষ টাকা। ২০২০-২০২১ অর্থ বছরের তুলনায় গত বছর ৬৭ কোটি ১ লক্ষ টাকা বেশী ঋণ বিতরণ করা হয়েছে। কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের জেনারেল ম্যানাজার গোলাম মোহাম্মদ আরিফ এ কথা নিশ্চিত করেছেন।

কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০ জুনের হিসাব মতে, এ বিভাগে মোট ১৬৯টি শাখা রয়েছে। এর মধ্যে মুখ্য আঞ্চলিক কার্যালয় কুমিল্লার অধীন শাখা রয়েছে ২৯টি, মুখ্য আঞ্চলিক কার্যালয় চাঁদপুরের অধীন শাখা রয়েছে২৮টি, মুখ্য আঞ্চলিক কার্যালয় লক্ষ্মীপুরের অধীন শাখা রয়েছে ১৮, মুখ্য আঞ্চলিক কার্যালয় ফেনীর অধীন শাখা রয়েছে ১৮টি, মুখ্য আঞ্চলিক নোয়াখালীল কার্যালয়ের অধীন শাখা রয়েছে ২৩টি, মুখ্য আঞ্চলিক কার্যালয় ব্রাহ্মনবাড়িয়ার অধীন শাখা রয়েছে ২৮ টি এবং আঞ্চলিক কার্যালয় লাকসামের অধীন শাখা রয়েছে ২৫ টি।

সূত্র মতে, ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগ ৭৭ হাজার ৫১৬ জনকে মোট ১ হাজার ১৯২ কোটি ৪৬ লক্ষ টাকা ঋণ দিয়েছে। এই সময়ে ব্যাংকের ৫ লক্ষ ১৬ হাজার ১২৬টি হিসাবের বিপরীত অনাদায়ী ঋণ রয়েছে ৩ হাজার ১৪ কোটি ৭৮ লক্ষ টাকা। মোট ১৩ লক্ষ ২৭ হাজার ৬৮১টি হিসাবের বিপরীতে মোট আমানত রয়েছে ৪ হাজার ৫৪২ কোটি ২৬ লক্ষ টাকা।

বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয় ২০২১-২০২২ অর্থ বছরে কোন কোন খাতে কত টাকা ঋণ বিতরণ করেছেন জানতে চাইলে সূত্র জানান, শস্য খাতে ৪৬৫ কোটি ৭৫ লক্ষ টাকা, মৎস্য খাতে, ৮৩ কোটি ৩৬ লক্ষ টাকা, প্রাণি সম্পদ খাতে ১১৩ কোটি ৩৭ লক্ষ টাকা, সেচ/ কৃষি যন্ত্রপাতি খাতে ৮ কোটি ৫২ লক্ষ টাকা,দারিদ্র বিমোচন খাতে ২৬ কোটি ৪৩ লক্ষ টাকা, অন্যান্য খাতে ৭৪ কোটি ২৩ লক্ষ টাকা, মোট কৃষি ঋণ ৭৭১ কোটি ৬৬ লক্ষ টাকা , এসএমই খাতে ৪১৩ কোটি ৪০ লক্ষ টাকা,কৃষি ভিত্তিক শিল্প প্রকল্প খাতে ৭ কোটি ৪০ লক্ষ টাকাসহ মোট ১ হাজার ১৯২ কোটি ৪৬ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে।
গত বছর একই সময়ে এই বিভাগে ঋণ দেওয়া হয়েছে ১ হাজার ১২৫ কোটি ৩৬ লক্ষ টাকা। এবছর নতুন ঋণ গ্রহীতার সংখ্যা বেড়েছে ২৬ হাজার ৩২৮ জনে। ফলে মোট ঋণ গ্রহীতার সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ১৬ হাজার ১২৬ জনে।

অনাদায়ী ঋণ সম্পর্কে জানতে চাইলে কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের জেনারেল ম্যানাজার গোলাম মোহাম্মদ আরিফ বলেন, এই অনাদায়ী ঋণ কিন্তু খারাপ ঋণ না । এটা ভালো ঋণ। প্রতি বছরই আমরা বেশী বেশী ঋণ দেয়ার চেষ্টা করি। কারণ, আমরা যদি ঋণ না দেই তাহলে দেশের অর্থনীতির চাকা সচল হবে কিভাবে ? সাধারণ জনগণকে স্বাবলম্বি হিসেবে গড়ে তোলার জন্য আমরা সহজ শর্তে ঋণ দেই।

তিনি আরো বলেন, কুমিল্লা কৃষি ব্যাংকের অনেক বড় বাজার। আপনি দেখবেন ২০২০-২০২১ অর্থ বছর থেকে গত অর্থ বছরে আমরা ৬৭ কোটি ১ লক্ষ টাকার বেশী ঋণ দিয়েছি। আশা করি চলতি অর্থ বছরেও এই বৃদ্ধি অব্যাহত থাকবে। দিন দিন কৃষি ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ^াস অনেক বেড়েছে। বিশেষ করে, দেশের প্রান্তিক জনগোষ্ঠী কৃষি ব্যাংককে নিজের ব্যাংক মনে করে।

দেশের সামগ্রিক অর্থনীতিতে কৃষি ব্যাংক ইতিবাচক ভুমিকা রাখছে বলে মনে করেন কুমিল্লা বিভাগীয় কৃষি ব্যাংকের জেনারেল ম্যানাজার গোলাম মোহাম্মদ আরিফ।