ফেনী পৌর বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি ।।
প্রকাশ: ১ বছর আগে

ফেনী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক কমিশনার দেলোয়ার হোসেন বাবুলকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘দেলোয়ার হোসেন সন্ধ্যায় বাসায় যাওয়ার পথে সরকারদলীয় দুর্বৃত্তরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। দুর্বৃত্তরা রামদা ও চায়নিজ কুড়াল দিয়ে তার মাথায় কোপ দিয়ে জখম করে এবং কিল ঘুষি ও লাথি মেরে ফেলে রেখে যায়। তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।’

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের তালিকা করে আওয়ামী লীগের দুর্বৃত্তরা হত্যার মিশনে নেমেছে। তারা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর অব্যাহত রেখেছে।’

শেখ ফরিদ বাহার অভিযোগ করে আরও বলেন, ‘ফেনী-২ আসনের সাবেক এমপি ও খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপির বাড়িতে ক্যাডার দিয়ে পাহারা বসিয়ে রেখেছে। তিনি যেন বাড়িত না ঢুকতে পারেন। এছাড়া বিভিন্ন সময় তার বাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপ করা হয়েছে।’

হামলার বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ঘটনা শুনেছি। তবে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।