বন্যার্তদের জন্য সাড়ে ২৯ লাখ টাকার অনুদান আমির খানের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

এ বছর স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে সিলেট ও সুনামগঞ্জের মানুষ। পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, মৎস্য ঘের ও ফসলি জমি। শুধু বাংলাদেই নয়, আসামে বন্যা প্রাণ কেড়েছে বহু মানুষের। বহু মানুষ হারিয়েছে তাদের ঘর সংসার।

আসামের এসব আসামের বানভাসি মানুষদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা আমির খান। ত্রাণ তহবিলে তিনি ২৫ লাখ রুপি দিয়েছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ২৯ লাখ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে জানান, আমির খান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ অনুদান দিয়েছেন। এমন সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অভিনেতাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

আমির খান ছাড়াও এর আগে একই ত্রাণ তহবিলে অর্থদান করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও পরিচালক রোহিত শেঠি।

জানা গেছে, বন্যায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে আসামে তৈরি হয়েছে ৭৫৯ টি ত্রাণ শিবির। এই ত্রাণ শিবিরে আশ্রয় পেয়েছেন প্রায় ২ লাখের বেশির মানুষ। এছাড়াও, ৬৩৬টি কেন্দ্র থেকে ত্রাণ বিলি করা হচ্ছে।