বরুড়ায় জমজ শিশুর জন্মের পর নাম রাখলেন পদ্মা-সেতু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

বরুড়ায় একসঙ্গে জন্ম নেওয়া দুই জমজ বোনের নাম রাখা হলো পদ্মা ও সেতু। মঙ্গলবার (২১জুন) সকাল ১০টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুই জমজ শিশুর জন্ম হয়। এর পর শিশুদ্বয়ের বাবা-মা তাদের নাম রাখেন পদ্মা ও সেতু ।বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল এ কথা নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন ,বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) জমজ দুই কন্যা শিশুর জন্ম দেন। প্রথম শিশুটি সকাল ১০টা ও ২য় শিশুটি বেলা ১২টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে জন্ম হয়। স্বপ্নের পদ্মা সেতুর নামকরণে তাদের দুই বোনের নাম রাখা হয় পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে তিনি জানান।
শিশুদের মা ঝুমুর আক্তার বলেন, আমাদের স্বপ্নের পদ্মা সেতু কয়েকদিন পর চালু হবে।আমার ইচ্ছা ও পরিবারের সিদ্ধান্ত মতে বড় মেয়ের নাম পদ্মা ও ছোট মেয়ের নাম সেতু রেখেছি।