বিএনপির জ্বালাও পোড়াওয়ের কারনে মালিক শ্রমিকরা গাড়ি চালাতে চায় না

কুমিল্লায় সংস্কৃতি প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

বিএনপির জ্বালাও পোড়াওয়ের কারনে পরিবহন মালিক শ্রমিকরা বিএনপির সম্মেলনের সময় পরিবহন বন্ধ রাখে। এখানে সরকারের কোন হাত নেই।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা নগরীর টাউনহলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী খালিদ আরো বলেন, আমরা আগামী প্রজন্মের হাতে বই তুলে দিতে চাই। আগামী প্রজন্ম যেন বইয়ের ঘ্রাণ নিতে পারে। সে ব্যবস্থা আমাদের করে দিতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ জোহরা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, পুলিশ সুপার আবদুল মান্নান , বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দিন আয়ূব।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
কুমিল্লা টাউনহলে শুরু হওয়া মেলায় ৬১ টি স্টলে বই বিকিকিনি শুরু করেন বিভিন্ন প্রকাশনা। তার মধ্যে জেলা নারী উন্নয়ন ফোরাম, কুমিল্লা মহিলা সমিতি, জোড়া শালিক, কবি নজরুল ইন্সটিটিউট, বাংলা একাডেমি, পাঞ্জেরী পাবলিকেশন উল্লেখযোগ্য।