বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ রোববার পা রাখলো ৪৭ বছরে। দলটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর স্বাধীনতার মহান ঘোষক ও তত্কালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত দেড় দশকের বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করছিল দলটি। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার এক রক্তক্ষয়ী বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হলে দেশের সবচেয়ে জনপ্রিয় এই দলটি আবার রাজনীতিতে অনুকুল পরিবেশ ফিরে পায়।
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন দৈনিক আমাদের কুমিল্লাকে বলেন, আজ কুমিল্লার মানুষ মুক্ত বিহঙ্গের ন্যায় তাদের মনোভাব প্রকাশ করতে পারছে। যা এত দিন কল্পনাও করা যেত না। হাজী ইয়াছিন কুমিল্লাবাসীকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিভাদন জানিয়ে বলেন, আপনারা শান্তি ও নিরাপদে থাকুন। যদি কেউ আপনাদের শান্তি ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় , সে যদি আমাদের দলেরও হয় , তাহলে তাকে পুলিশের হাতে তুলে দিন। আমরা কোন সুপারিশ করব না। আমরা চাই পরিস্কার, পরিচ্ছন্ন এবং নিরাপদ একটি কুমিল্লা।
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু জানান,বন্যার কারণে এবার কেন্দ্র থেকেই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আমরা এবার কুমিল্লা মহানগর ও জেলা দক্ষিণ বিএনপি জেলা শিল্পকলা একাডেমিতে এক দোয়া মাহফিলের আয়োজন করেছি। বিকাল ৩টায় এ কর্মসূচি শুরু হবে। সকালে দলীয় অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলণ করা হবে।