আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে বলে মনে করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি ৩০-৩৫ শতাংশ ভোট পেতে পারে বলে দলটি আশা করছে।
আলোচনা সভায় মতামত
আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ‘পিপলস ইলেকশন পালস’ শীর্ষক এই আলোচনা সভায় একটি জরিপের ফলাফল প্রকাশ করা হয়, যা পরিচালনা করেছে ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান। এ জরিপে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।
সারোয়ার তুষার বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতাটি যেন সুস্থ ও ভদ্রতার মধ্যে সীমাবদ্ধ থাকে।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকলেও দলটি বাইরে থেকে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায়।
ভোটের সমীকরণ
সারোয়ার তুষারের দাবি, জামায়াতে ইসলামীর চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট বেশি হবে। তবে তিনি স্বীকার করেন, বর্তমান পরিস্থিতিতে জামায়াতের জনপ্রিয়তা বেড়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের ভোট এবার তিন ভাগে বিভক্ত হতে পারে—জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামায়াতে ইসলামী। বিশেষ করে তরুণ আওয়ামী লীগারদের একটি বড় অংশ এনসিপির দিকে ঝুঁকতে পারে।
অনুষ্ঠানে বক্তারা
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—
ড. সামিনা লুৎফা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ
ড. ইমরান মতিন, নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউট ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)
ফাহিম মাশরুর, সহ-আহ্বায়ক, ভয়েস ফর রিফর্ম ও বিডিজবসের প্রতিষ্ঠাতা
রুবাইয়াত সারওয়ার, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইনোভিশন
অর্থনীতিবিদ অনন্য রায়হান
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেইনের নির্বাহী সফিকুর রহমান।