স্থানীয়রা জানায়, অটোরিকশাটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। হাসপাতালের নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
বুড়িচং থানার ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। এ ছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’