বুড়িচংয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া এলাকা থেকে এক সবজি ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সবজি ব্যবসায়ীর নাম মোঃ মনির হোসেন (৩৫), সে জেলার দাউদকান্দি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত আলা উদ্দিনের ছেলে।
নিহতের মা রেহেনা বেগম জানান, মনির হোসেন পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলো। ভ্যানগাড়ী যোগে বুড়িচং উপজেলার নিমসার সবজি বাজার থেকে সবজি ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করতো। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মনির, মা রেহেনা বেগমের কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে ভ্যানগাড়ী দিয়ে সবজি ক্রয়ের জন্য নিমসার বাজারের উদ্যোশে আসে। রাতে মনির আর বাড়ী ফেরেনি।
রোববার সকাল ৯ টায় মোবাইল ফোনে জানতে পারেন নিমসার বাজার সংলগ্ন এলাকায় মনিরের মরদেহ পরে আছে। পরে সকাল ১০ টায় পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে মা রেহেনা বেগম।
খবর পেয়ে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে যায়। দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এস আই) জাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করি। নিহতের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড বলে মনে হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেছেন।