বেগমগঞ্জে দু’দিনে ৩২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নোয়াখালী প্রতিনিধি : নিহত শিশু তাসপিয়ার এলাকা নোয়াখালীর বেগমগঞ্জে দুদিনে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৩২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে গ্রেফতার ১৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম শুক্রবার রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেগমগঞ্জে ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং সদস্যরা ঈদ উপলক্ষে সক্রিয় হয়েছে। ফলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বেগমগঞ্জে ১৬ ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভাকে ১৫ ভাগে ভাগ করে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।

১৩ এপ্রিল (বুধবার) বেগমগঞ্জে হাজীপুরে বাবার কোলে থাকা চার বছরের শিশু তাসপিয়াকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রধান আসামি রিমনসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। এছাড়া বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টায় একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রাম থেকে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।