ব্রাহ্মণপাড়ায় এক কাঁঠালের দাম ১০হাজার ৫০০ টাকা

মযজিদের কাঁঠাল উঠল নিলাম
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ।।
প্রকাশ: ১০ মাস আগে

কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায় একটি কাঠাল বিক্রয় হলো ১০ হাজার ৫০০ টাকায়।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ৩০জুন জুম্মার নামাজের পর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সাহেবাবাদ গ্রামের বরুইয়ারপাড়া জামে মসজিদের কাঁঠাল গাছের একটি কাঁঠাল বিক্রর জন্য নিলামে উঠানো হয়।
নিলামে স্থানীয় প্রবাসী মো: সোহেল ভূঁইয়া ১০ হাজার ৫০০ টাকায় কাঁঠালটি পেয়ে যান।
মোঃ সোহেল ভূঁইয়া বলেন, মসজিদ কর্তৃপক্ষকে আর্থিক সাহায্য করার লক্ষ্যেই নিলামে ১০ হাজার ৫০০ টাকা দিয়ে কাঁঠালটি কিনেছি।
মসজিদ ইমাম মাওলানা লোকমান হোসাইনের সিদ্ধান্ত অনুযায়ী কাঁঠাল নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়৷ যে টাকা পাওয়া যাবে তা দিয়ে মসজিদের উন্নয়নের ব্যবহার করা হবে।
মসজিদ কমিটির সেক্রেটারি মো: ফজলুল হক ফুল মিয়া বলেন, এই কাঁঠাল গাছটি পাড়ার মৃত মো, আবুল ওয়াহাব, মো: খাবিরুল, মোঃ রাসেল ভূঁইয়া লাগিয়েছিল।
আমরা সিদ্ধান্ত নিয়েছি কাঁঠাল গাছের বাকি কাঁঠাল গুলো মুসল্লিদেরকে নিয়ে খাব।
এসময় উপস্থিত ছিলেন, ক্যাশিয়ার মোঃ আব্দুল কাদের, মোঃ ছামাদ খান, মোঃ আলেক মিয়া, মোঃ ইউনুস, মোঃ মঙ্গল মিয়া, মোঃ হালিম মিয়া, মোঃ মোস্তফা খান, মোঃ কবির ভূঁইয়া। মযজিদের কাঁঠালটি নিলামে বিক্রি হওয়ায় বেশ ভাল দাম পাওয়া গেছে৷ এতে করে মযজিদের ফান্ডে ১০হাজার ৫০০ টাকা জমা হয়েছে৷ তার জন্য মযজিদের ইমাম, মোয়াজ্জেম, মুসল্লী সবাই খুশি৷