ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে মাদক কারবারি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।।
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আব্দুল হেকিম ওরফে টাক্কা (৩২) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। নিহত ব্যক্তি উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয়দের সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুপক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হন।

আহতরা হলেন, আব্দুর রহমানের ছেলে চুন্নু মিয়া (৩০), বাবুল মিয়ার স্ত্রী রুপসা বেগম (৪৫), মৃত কাজী সোনা মিয়ার ছেলে কাজী সিরাজ (৬২) ও তার ছেলে কাজী সালেক মিয়া (৩৭), ফয়জুল হক মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩২) ও সালেক মিয়া ( ৩৪), হান্নান মিয়ার ছেলে ফয়সাল মিয়া ও আলিম মিয়ার ছেলে মো. সোহেল মিয়া। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, আব্দুল হেকিম টাক্কার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয় শিক্ষনবিশ এক আইনজীবী মাদক কারবারে বিরোধিতা করলে হেকিমরা ক্ষুব্ধ হন। সম্প্রতি রনিকে মারধরের হুমকি দেয় হেকিম।

শুক্রবার বিকেলে রনি তার নিজ বাড়িতে এলে টাক্কা তার ওপর চড়াও হন। বিষয়টি এক পর্যায়ে মাদক কারবারিদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হেকিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, টাক্কা একজন মাদক কারবারি। সম্প্রতি নারীসহ টাক্কাকে আটক করা হয়েছিল। ছাড়া পাওয়ার পর স্থানীয়রা তাকে নিয়ে ঠাট্টা করতেন। বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে এলাকায় ঘুরাঘুরির সময় এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়৷ পরদিন শুক্রবার ওই ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ঘ হয়।

ওসি জানান, টাক্কার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মাদক মামলা চলমান।