ভর্তি পরীক্ষার দিনে বাবারা: সন্তানের স্বপ্নের জন্য কাঁধে ব্যাগ

মো. মাহমুদুল হাছান রোহান, কুবি।
প্রকাশ: ২ সপ্তাহ আগে

শুক্রবার (২৫ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ভিড়ের মাঝে একটি দৃশ্য আলাদা করে নজর কাড়ে, সেটি হলো সন্তানের ব্যাগ কাঁধে নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা বাবারা।

 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রতিটি শিক্ষার্থী ও তার পরিবারের জন্য এক উত্তেজনাপূর্ণ দিন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষার দিনে দেখা মিললো ভিন্ন এক ভালোবাসার দৃশ্য। পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে আছেন কিছু বাবা, যারা নিজেদের সন্তানের ব্যাগ কাঁধে নিয়ে নিশ্চুপ অপেক্ষা করছেন।

 

একজন বাবা কাঁধে বহন করছেন স্টাইলিশ ব্র্যান্ডেড ব্যাগ, অন্যজনের হাতে কোমল ছাপ সম্বলিত এক সাধারণ কাপড়ের ব্যাগ। ব্যাগগুলোর ভেতরে হয়তো বই, কলম, পানির বোতল বা প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। কিন্তু বাইরের এই চিত্রে প্রতিফলিত হয়েছে বাবাদের দায়িত্ব, মমতা এবং নিঃশর্ত ভালোবাসা।

 

তারা সবাই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শহরের ব্যস্ততা, গরম, ক্লান্তি সবকিছু ভুলে সন্তানদের ভবিষ্যতের জন্য ছুটে এসেছেন এখানে। কেউ হয়তো গ্রামের স্কুল থেকে উঠে আসা প্রথম প্রজন্মের উচ্চশিক্ষার্থী, কেউ বা পরিবারের অনেক স্বপ্ন বয়ে এনেছে এই ভর্তির লড়াইয়ে। বাবারা তাই নীরবে সন্তানের জন্য এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থেকেছেন, ঠিক যেমনটা সবসময় করে থাকেন নীরব শক্তি হয়ে।

 

এ দৃশ্য শুধু একটি পরীক্ষার দিনের নয়, বরং বাবা নামের সম্পর্কের নিঃশর্ত নির্ভরতার এক অনন্য প্রতীক। সন্তানের ব্যাগ বহন করা তাদের কাছে কেবল একটি শারীরিক দায়িত্ব নয়, বরং এক গর্বের বহিঃপ্রকাশ। তাদের সন্তান স্বপ্ন দেখতে শিখেছে, আর তারা তাদের সেই স্বপ্নের সাথী।

 

এসময় বগুড়া থেকে আগত মো. রফিকুল ইসলাম বলেন, ‘এক বুক স্বপ্ন নিয়ে মেয়েকে নিয়ে এসেছি। মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াবে এই স্বপ্নই দেখি। তার সফলতাই আমার কাম্য।’

 

ফেনী থেকে আগত আরেক অবিভাবক মো. ওমর ফারুকুজ্জামান বলেন, ‘সে যেনো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। তাকে সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়াচ্ছি। আশা করি সে একটি সিট দখল করতে পারবে।’