মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

কালিরবাজার ইউনিয়নে এমপি বাহার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, যে মানুষটি কারাগারের অন্তরালে তাঁর জীবনের ১৪টি বছর পাড় করেছেন, সেই বঙ্গবন্ধুকে জাতির কুলাঙ্গার সন্তানরা হত্যা করেছে। বিদেশে থাকার কারণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে চেয়েছিল। কিন্তু নেত্রী শেখ হাসিনার উপর আল্লাহর রহমত ছিলো বলেই তিনি এই বর্বরোচিত হামলা থেকে বেঁচে গেছেন। তাই আজ একজন যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সারা বিশে^ সগৌরবে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে বাংলাদেশ করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নে ধনুয়াখলা ঈদগা মাঠে আয়োজিত তৃণমূল জনগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজী বাহার এমপি আরও বলেন, কালিরবাজারে আজ বড় সমস্যা মাদক আর অশিক্ষা। মাদকের সাথে কোন আপোষ নেই। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার সন্তানকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিনব্যাপি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা ঈদ গাঁ মাঠে আয়োজিত ১ নং কালিরবাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এমপি বাহার । এসময় উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে এমপি বাহার প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে কাবিলা-কালিরবাজার সড়কের প্রশস্থকরণ কাজের উদ্বোধন, প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যায়ে কমলাপুর-কৃঞ্চপুর ভায়া বেলতলী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ৬১ লাখ টাকা ব্যায়ে কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের নির্মাণ কাজের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।
কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল, কালিরবাজার ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম সিআইপি, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. সেকান্দর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, কাজী খোরশেদ আলম, কৃষি ও সমবায় সম্পাদক আলমগীর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোরশেদ শাহীন শাকিল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার,সাধারন সম্পাদক উম্মে কুলসুম লিজা, কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মো. ইউনুছ সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।