মাদরাসাছাত্র ১৩ দিন ধরে নিখোঁজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর সুলাখালী ইসলামিয়া আরাবিয়া মাদরাসা ও এতিম খানার সপ্তম শ্রেণির ছাত্র ওমর ফারুক ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে।

এদিকে ১৩ দিনেও খোঁজ না মেলায় ওই ছাত্রের পরিবার গভীর উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে।

এ ব্যাপারে ছাত্রের চাচা ওই মাদরাসার সহকারী শিক্ষক মো. সোহেল উদ্দিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, গত ২০ আগস্ট সকালে শ্রেণি কক্ষে পড়া না পারার অজুহাতে বেধড়ক পিটুনি দেয় মুহতামিম আবদুল আজিজ। একই দিন বিকেল তিনটা-চারটার মধ্যে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে গত ৩১ আগস্ট নিখোঁজ ছাত্রের চাচা এ জিডি করেন।

নিখোঁজ ওমর ফারুক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আদর্শ গ্রামের মতিন ড্রাইভার বাড়ির মো. একরাম হোসেনের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান নিখোঁজ মাদরাসাছাত্রের বিষয়ে সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন।