মুরাদনগরে এতিমের টাকা উদ্ধার করতে বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়াকান্দা হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে এতিমখানার শিক্ষার্থী ও এলাকার শতাধিক মানুষ মাদ্রাসার সামনে জড়ো হয়ে টাকা ফেরত পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেন , এসময় বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন রিপন, সভাপতি আবু হানিফ ,মাদ্রসার প্রধান শিক্ষক হাফেজ আল-আমিন, সাধারণ সম্পাদক, মোঃ আলী হোসেন, উপদেষ্টা সদস্য সদস্য মোঃ বাবুল মিয়া।

বক্তারা অভিযোগ করে বলেন, “ কাঁঠালিয়াকান্দা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নামে (আট লক্ষ বাহাত্তর হাজার আটশত একুশ) টাকা রামচন্দ্রপুর বাজার জনতা ব্যাংকের পিএলসি শাখায় গচ্ছিত ছিল। এই টাকা তুলে আত্মসাত করেছেন কমিটির সাবেক সভাপতি জীবন মিয়া মেম্বার, সহ-সভাপতি শামছুল হক ও সাধারন সম্পাদক মো. শাহ আলম। এতিমখানাটি এখন ফান্ডশূণ্য। ছাত্রদের খাওয়া দাওয়ার খরচ চালাতে পারছেনা। সাবেক সভাপতি জীবন মেম্বার টাকা ফেরত না দিয়ে হুমকি দমকি দিচ্ছেন ”।
নতুন কমিটির সেক্রেটারী মো. আলী হোসেন বলেন,“ গত ১২ সেপ্টেম্বর জনতা ব্যাংকে গিয়ে মাদ্রাসার একাউন্টের খোঁজ খবর নিয়ে জানতে পারি- গত ১০ সেপ্টেম্বর সাবেক কমিটির স্বাক্ষরিত লোকজন ৮ লাখ ৭২ হাজার ৮শ ২১ টাকা ব্যাংক থেকে উঠিয়ে নেন। বর্তমানে এতিমখানার শিক্ষার্থীদের খানাপিনাসহ যাবতীয় খরচ চালাতে নতুন কমিটি হিমশিম খাচ্ছে। এতিমতের টাকা উদ্ধারকল্পে বাদী হয়ে অভিযুক্ত তিন জনের নাম উল্লেখ করে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি ”।
এ ব্যপারে অভিযুক্ত জীবন মিয়া মেম্বার বলেন, “আমি স্বাক্ষর দিয়ে টাকা তুলিনি, কেবা কাহারা টাকা নিয়েছে তা- আমি জানি না”।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন,“ এতিমখানার টাকা উত্তোলনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ”।