মুরাদনগরে জায়গা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে  চল দিয়ে কোপিয়ে ভাতিজিকে যখম করেন চাচা

এন এ মুরাদ , মুরাদনগর ।।
প্রকাশ: ১ মাস আগে

কুমিল্লার মুরাদনগরে জায়গা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে হোসনা আক্তার (৩৫) কে চল (টেডা) দিয়ে কুপিয়ে গুরুতর যখন করেন আপন চাচা মজিবুর রহমান (৫০)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টায় মুরাদনগর সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের দুধ মিয়া আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে ক্ষিপ্ত হয়ে হিরাকান্দা গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে মজিবুর রহমান ও তার পরিবারের লোকজন পুরুষ শূন্য একটি নিরহ পরিবারের নারীদের ওপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে মজিবুর রহমান চল ( টেডা) দিয়ে হত্যার উদ্দেশ্যে হোসনা আক্তারের উপর ঘাই মারেন। এসময় টেডা আফসানা আক্তার লিজা (২৬) এর হাত ছিঁড়ে হোসনা আক্তারের হাতে গিয়ে বসে। স্থানীয়রা মারাত্বক যখন অবস্থায় আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামালার বাদী আছামা আক্তার বলেন, “ তাদের বাবা নেই। কোন ভাইও নেই। ওরা ৩ বোন। বাবা মারা যাওয়ার পূর্বে মায়ের নামে ৬ শতাংশ জায়গা লিখে দিয়েছেন। ওই জায়গাটি তাঁদের চাচা মজিবুর রহমান জোরপূর্বক দখলে চেষ্টা করেন। এতে বাঁধা প্রদান করিলে তারঁ মায়ের উপর হামলা করেন। মাকে বাঁচাতে ছোট বোন হোসনা আক্তার এগিয়ে আসলে তাকে চল (টেডা) দিয়ে চাচা মজিবুর রহমান হত্যার উদ্দেশ্যে ঘাই দেন। এসময় আছমার মেয়ে লিজার হাতে চলের (টেডার) একটি ঘাই লাগে। লিজার আঙুল ছিঁড়ে গিয়ে তার ছোট বোন হোসনার হাতে বসে। হোসনা আক্তারকে মুরাদনগর হাসপাতাল নেওয়ার পর গ্লেন্ডিং মেশিন দিয়ে টেডা কেটে হাত থেকে আলাদা করেন। পরে ওই টেডাব্ধি অবস্থায় তাঁকে কুমিল্লা কুচাইতলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে ”।
এবিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, “ এ ঘটনায় আহতের বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসমী ডালিয়া (২৪) ও রহিমা বেগম (৫০) আটক করা হয়েছে। মূল আসামীসহ বাকীদের ধরতে অভিযান অব্যাহত ”।