কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা থানার ওসিদের ঘন ঘন বদলি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলার চুরি, ডাকাতি, ছিনতাই, অপহারণ ও খুন বেড়ে যাওয়ায় কি উপজেলার এই দুই থানার ওসিদের বদলি করা হচ্ছে না পর্দার অন্তরালে কোন ঘটনা আছে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। গত ৫ আগস্টের পর এই রিপোর্ট লেখা পর্যন্ত মুরাদনগর থানায় বর্তমানে তিন নম্বর ওসি দায়িত্ব পালন করছেন। মুরাদনগর থানার ওসি রদবদলের গুঞ্জনে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান সাফ জানিয়েছেন নিয়মতান্ত্রিক অনুযায়ী জনস্বার্থে ওসিদের বদলি করা হচ্ছে।
জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রভাষ চন্দ্র ধর ২০২৩ সালের ৫ নভেম্বর দায়িত্বভার গ্রহন করেন। ৫ আগস্টের পর গত ১৬ সেপ্টেম্বর তাকে বদলি করা হয়। একই দিন নবাগত ওসি হিসেবে যোগ দেন মো. মাহবুুবুল আলম। মুরাদনগর থানায় ওসি হিসেবে মাহবুবুল আলম ১৬ সেপ্টেম্বর যোগদান করলেও ৩ মাস পর তার বদলি হয় চট্রগ্রামের সাতকানিয়া থানায়। এরপর গত ১৩ ডিসেম্বর জাহিদুর রহমান নামে আরেকজন ওসি এ থানায় যোগদান করেছেন। মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে এ থানা পেল তিন জন ওসি।
এদিকে, মুরাদনগর উপজেলার অপর থানা বাঙ্গরারও একই অবস্থা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শফিউল আলমকে বদলি করা হয় ২১ সেপ্টেম্বর। একই দিন যোগদান করেন ওসি সালাউদ্দিন আল মাহমুদ। মাত্র দুই মাসের ব্যবধানে তাকে বদলি করা হয় ১০ ডিসেম্বর। একই দিন যোগদান করেন বর্তমান ওসি মাহফুজুর রহমান।
জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলায় অপরাধ বেড়ে যাওয়ায় উপজেলা জুড়ে আতঙ্ক রয়েছে। বহু মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় মুরাদনগরবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে মুরাদনগরের কয়েকটি এলাকায় এ নিয়ে ক্ষোভ বাড়ছেন।
আবার নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মী জানান, একজন ওসি থানায় যোগদান করার সাথে সাথেই পতিত ফ্যাসিবাদের দোসররা তাকে বদলি করার জন্য পর্দার অন্তরালে কলকাঠি নাড়া শুরু করে। যাতে ওসিরা খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে কোন এ্যাকশন নেয়ার সুযোগ না পায়। কারণ হিসেবে তারা বলেন, একজন ওসি নতুন এসে ঐ থানার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে জানতেই তো কয়েক মাস সময় লেগে যায়।
কোম্পানীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী বলেন, মুরাদনগর ও বাঙ্গরা থানার ওসির বদলির পেছনে অবশ্যই ফ্যাসিবাদ ও তাদের দোসরদের হাত রয়েছে। তারা এলাকায় ঘাপটি মেরে বসে আছে। ওসি বদলি হলে তারা আনন্দ প্রকাশ করে আর এলাকায় দিব্যি ঘুরে বেড়ায়।
বাঙ্গরা থানার এক কলেজ শিক্ষক বলেন, মুরাদনগর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা শান্ত রাখার স্বার্থে ওসিদের হরহামেশা বদলি রোধ করে তাদের স্বস্তিতে রাখতে হবে। যাতে সুষ্ঠু ভাবে তারা কাজ করতে পারে।
গত ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজারে মাত্র ১০ হাজার টাকা পাওনা নিয়ে সালিস বৈঠক চলাকালে রাজিব হোসেন (৩২) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
শাহ আলম নামে আরেকজন বলেন, মুরাদনগরে শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের ভূমিকা আরও বেগমান করতে হবে। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম বাড়াতে হবে।
মুরাদনগর থানার নতুন ওসি জাহিদুর রহমান বলেন, আমি যোগদান করেছি। থানার সকল পুলিশদের সাথে কথা বলেছি। আমরা আইনশৃঙ্খলার উন্নতি বিষয়ে গুরুত্ব দিয়ে মুরাদনগরবাসীর সেবা দিব।
বাঙ্গরা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত বাঙ্গরা গড়ে তুলবো।
রদবদলের বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, জনস্বার্থে নিয়মতান্ত্রিক অনুযায়ী ওসিদের বদলি করা হয়েছে। পুরো কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা, সামপ্রদায়িক সম্প্রতি ধর্ম বর্ন শান্তিতে কুমিল্লা রাখতে চাই।