ময়দা-চিনি দিয়ে গুড় তৈরি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সুজি, ময়দা, চিনি ও চিটাগুড়ের সমন্বয়ে ভেজাল গুড় তৈরি হচ্ছে। এমন কর্মকাণ্ডে মো. জিল্লুর রহমানকে এক লাখ টাকা জরিমানা এবং ৪৮০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়।

বুধবার বেলা ১১টায় উপজেলার মোগলিশপুর এলাকায় অবস্থিত মেসার্স জিল্লুর গুড় ভাণ্ডারে অভিযান চালানো হয়।

এ ছাড়া বাজারের গোস্তহাটি ও ঘোষপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ঢাকনাবিহীন পাত্রে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে পোকামাকড়ের উপস্থিতি এবং খোলা লবণ ব্যবহারের অপরাধে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা, সাব্বির হোটেলকে ২০ হাজার টাকা এবং নিপেন ঘোষ দই ঘরকে ৫ হাজার টাকাসহ ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।