নির্বাচিত হলে একটা পরিকল্পিত সুন্দর নগরী গড়ে তুলবো– সাক্কু

কুসিক মেয়র পদে উপ নির্বাচন ২০২৪
জাহিদ হাসান নাইম
প্রকাশ: ২ মাস আগে

 

শনিবার কুমিল্লা সিটি করপোরেশন উপ নির্বাচনের দ্বিতীয় দিনে নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু প্রচারণা এবং গণসংযোগ করেছেন।

 

 

প্রচারণাকালে তিনি বলেন, গত দুই বারের সাবেক মেয়র ছিলাম। কুমিল্লার জন্য কাজ করেছি। আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। সুন্দর কুমিল্লা উপহার দিবো। আশাকরি জনগণ এবারও আমাকে ভোট নিবেন।

 

 

তিনি আরো বলেন, প্রচারনায় ব্যাপক সাড়া পাচ্ছি। যেখানে বের হচ্ছি সেখানে পরিচিত মুখ পাচ্ছি। নির্বাচিত হলে একটা পরিকল্পিত সুন্দর নগরী গড়ে তুলব।

 

 

মনিরুল হক সাক্কু ২০০৫ সালের ২১ সেপ্টেম্বর কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।

 

২০০৯ সালে পৌর মেয়র নির্বাচিত হন। ২০১২ সালের ৫ জানুয়ারি ও ২০১৭ সালের ৩০ মার্চ টানা দুই মেয়াদে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

 

 

উল্লেখ্য প্রায় ১০ লাখ বাসিন্দার এই মহানগরীতে ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ১ লাখ ১২ হাজার ৮২৬, আর হিজড়া ভোটার ২ জন।