যৌথ বাহিনীর অভিযানে ছাত্রজনতার উপর হামলাকারী ৫ আসামি গ্রেফতার

এম হাসান।।
প্রকাশ: ৪ মাস আগে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলাকারী পাঁচ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ৪ নভেম্বর রাতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।

বেআইনি জনতাবদ্ধে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি করিয়া হত্যার উদ্দেশ্যে মারধর ও গুরুতর জখম এবং দুষ্কর্মে সহায়তা করার অপরাধে যৌথ বাহিনী আসামিদের গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ জহিরুল ইসলাম সেলিম,পিতা মৃত ফজলুল হক,গ্রাম শাহদিলারবাগ, মোহাম্মদ আজারুল ইসলাম, পিতা:মৃত:ফজলুল হক, গ্রাম:শাহদিলারবাগ, মোঃ খোরশেদ আলম, পিতা মো: জাহাঙ্গীর আলম, গ্রাম: শাহদিলারবাগ, মোঃ মাহফুজুর রহমান, পিতা: মৃত আব্দুল লতিফ, গ্রাম: শাহদিলারবাগ, মো: জসিম উদ্দিন, পিতা: আব্দুল জব্বার, গ্রাম:শাহদিলারবাগ, বুড়িচং।

এছাড়াও আসামিদের বিরুদ্ধে মেহেরপুরে সিআর ৪৮৮/১৭ , জিআর ২৫২/২৫ চৌদ্দগ্রাম থানায়, জিআর ৬৬৩/২৪ কোতয়ালী থানা, জিআর ১৬০/২০১৪ দেবিদ্বার থানা, পিআর ৯৩৪/২৪ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুড়িচং মামলা রয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৪ আগষ্ট রবিবার সকাল বারোটায় কোতয়ালী থানার আলেখারচর বিশ্বরোড ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার উপর হামলা করে। আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে ছাত্র জনতার উপর হামলা চালায়। এসময় তাদের হাতে পাইপগান ও পিস্তল দিয়ে ছাত্র জনতার উপর এলোপাথাড়ি গুলি করে। কুমিল্লা বুড়িচং উপজেলার শাহদিলের বাগ এলাকার আব্দুল করিম এর ছেলে মোঃ বিল্লাল হোসেন ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গতকাল যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করে ।