রঙ্গিন পড়ার টেবিল পেয়ে খুশি শিশুরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লার বরুড়ার খোশবাস মুন্সী আব্দুর রশিদ ও জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে খোশবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিশুদের রিডিং টেবিল প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে খোশবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।

খোশবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সী আব্দুর রশিদ-জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ সভাপতি শিক্ষানুরাগী গোলাম মোস্তফা ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোশবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিহার রঞ্জন দাস, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল আজীম, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, বরুড়া পৌর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল আলম পাটোয়ারী, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শামছুল আবেদীন মাহতাব, খোশবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল আবেদীন শামীম, খোশবাস বার্তা’র সম্পাদক ও মুন্সী আব্দুর রশিদ-জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্বনয়ক মো. ইউনুছ খান প্রমুখ।

অনুষ্ঠানে খোশবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ক্লাসের জন্য ৪০টি রিডিং টেবিল উপহার হিসেবে প্রদান করা হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, আমরা কখনো প্রত্যাশা করিনি এত বড় একটা অনুদান পাব,প্রাক প্রাথমিক শ্রেণির সব গুলো শিশুর জন্য রিডিং টেবিল উপহার দেওয়ায় এখন শিশুরা আনন্দ নিয়ে পড়ালেখা করবে।আমার স্কুলের পরিচালনা পর্ষদ মুন্সী আব্দুর রশিদ-জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সুলতানা পারভীনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকার সকল শ্রেণির গুণীজনেরা এগিয়ে এলে একটা স্বপ্নযাত্রা শুরু হবে।
রঙ্গিন পড়ার টেবিল পেয়ে খুশি শিশুরা।