রিকশা চালকদের বিবাদ মিনিয়ে টাকা নেন কাউছার

ঢুলিপাড়া চৌমহনীতে অবৈধ গ্যারেজ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

 

স্টাফ রিপোর্টার।।

নগরীর ঢুলিপাড়া চৌমহনীতে অবৈধ একটি গ্যারেজ বসিয়েছেন কাউছার। সে মহানগর যুবদলের ক্যাডার। তার গ্যারেজে অবৈধভাবে ১১০ টি ব্যাটারিচালিত অটোরিকসা চার্জ দেওয়া হয়। দিনমজুর রিকশা চালকরা জানিয়েছেন বিবাদ মিটিয়ে জরিমানার অর্ধেক নেন এ ক্যাডার।

আ. মতিন নামের একজন চালক জানান, আগে তার ঘরে অটো চার্জ দিতাম। সে দুই ড্রাইভারে (কাইজ্জা) লাগাতো। আবার নিজে দরবার করে। যা জরিমানা করে, তার অর্ধেক নিজে নেয়। আমার থেকে তিন হাজার টাকা নিয়েছে। তাই আমি এখন দক্ষিণ চর্থা গাড়ি চার্জ দেই।

কাউছারের গ্যারেজের পাশের একজন দোকানী জানান, রাস্তায় যতো ঝামেলা হয়। সে এসে এটাতে ভাগ নেয়। গত সাপ্তাহে এক ছেলের মোবাইল রেখে দিছে।
গত মঙ্গলবার ২০ জুন একজন সাংবাদিকের উপর হামলা করে কাউছার।

অভিযোগের বিষয়ে কাউছার বলেন, আমি ঝগড়া লাগলে ছুটিয়ে দেই।