শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করেছে রেডিয়াম কোচিং

নৈতিক মানুষ তৈরির জন্য পথ প্রদর্শক রেডিয়াম
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

স্টাফ রিপোর্টার।।
রেডিয়াম একাডেমিক কোচিং কুমিল্লার আয়োজনে শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ মিলনায়তে বর্ণিল আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী বদিউল আলম সুজন, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কমার্স কলেজ অধ্যক্ষ হূমায়ন কবির মাসুদ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিয়াম একাডেমিক কোচিং কুমিল্লার নির্বাহী পরিচালক মো. নোমান হসেন নয়ন। অনুষ্ঠানে রেডিয়াম পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় অতিথিরা বলেন, চতুর্থ বিপ্লবের যুগে আমরা বসবাস করছি। আমাদের সামনে
জগৎ দুটো। বাস্তব এবং ভার্চুয়াল। বর্তমান যুগে তথ্যই শক্তি। জ্ঞান অর্জন ছাড়া তথ্য সমৃদ্ধ হয় না। ঠিক বাস্তব জগতের দিকে তোমাদের নিয়ে যাচ্ছে  রেডিয়াম একাডেমিক কোচিং। একই সাথে নৈতিক মানুষ তৈরির জন্য পথ প্রদর্শক এ প্রতিষ্ঠান। তোমরা মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবে।